হাওড় বার্তা
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে বন্ধ রয়েছে সব ধরনের ব্যবসা,বানিজ্য ও যোগাযোগ ব্যবস্থা। স্থবির জনপদে গৃহবন্দী কর্মহীন হয়ে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। কোনোমতে দিনযাপন করছেন তারা।
অমন অবস্থায় মানুষ মানুষের জন্য’ এই মানবিক মূল্যবোধকে ধারন করে কর্মহীনদের পাশে দাঁড়িয়েছেন- সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে আলোচিত ব্যক্তি এখন হিরো আলম।
তিনি সিনেমায় অভিনয় করেন, গান করেন, রাজনীতি করেন। এসব নিয়ে হরহামেশাই আলোচনা ও সমালোচনার মুখে পড়েন আলম।
তবে নানা সময় তাকে দেখা গেছে সমাজসেবায় অংশ নিতেও, যা মানবিক হিরো আলমকে প্রশংসিত করেছে সবার কাছে। বন্যায় ত্রাণ নিয়ে ছুটে গেছেন, করোনায় অসহায়দের সাহায্য করেছেন
সেই ধারাবাহিকতায় এবার ৩ শত অসহায় পরিবারের মুখে খাবার তুলে দিলেন হিরো আলম।
তিনি নিজেই নিশ্চিত করেন, নিজ এলাকা বগুড়ায় ৩০০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করার কথা। ইফতার সামগ্রীর মধ্যে ছিলো মুড়ি, ছোলা, খেজুর, চিনি, শুকনো বুন্দিয়াসহ প্রয়োজনীয় অনেক কিছু।
হিরো আলম বলেন, ‘আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। সবাইকে নিয়ে আনন্দে জীবন কাটাতে চাই।’
শুধু রোজার মাসেই নয়। ঈদের সময়ও সবাইকে সাহায্যের পরিকল্পনা করছেন হিরো আলম।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া