শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির তৃতীয় সম্মেলনে হাওর বিষয়ক মন্ত্রনালয় গঠনের দাবি।দূর্নীতির বিষবৃক্ষে জাতি দিশেহারা, মুখ বন্ধের শেষ কথায় ?সুনামগঞ্জের কুস্তি খেলার ইতিহাস ও ঐতিহ্য গ্রন্থের মোড়ক উন্মোচনহজ্জের অন্তরালে অবৈধ ভাবে একাদিক বিয়ে করছেন আয়েশাছাতক-দোয়ারাবাজারে বন্যায় ক্ষতিগ্রস্থদের পুষ্টি গুণ বিস্কুট বিতরণ।শান্তিগঞ্জে নতুন করে যাত্রা শুরু করলো রুরাল ডেভেলপমেন্ট হেল্থ সেন্টার এন্ড ডায়াগনস্টিক।বিশ্বম্ভরপুর থানায় ব্রেস্ট ফিডিং কর্ণার ও লাইব্রেরির উদ্ভোধন। ছাতকে শিক্ষানুরাগী নুর মোহাম্মদ ময়না মিয়া’র ইন্তেকাল।হাওড়ের নেই মাছ : ঋনের চাপে দিশেহারা জেলে।বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মোঃ আব্দুস শহীদ এমপি অনলাইন ফোরামের উপদেষ্টা মনোনীত হলেন উম্মে ফারজানা ডায়না।

হে বঙ্গবন্ধু আজো খুঁজি তোমায়

হাওড় বার্তা ডেস্কঃ
  • সংবাদ প্রকাশ রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৬২০ বার পড়া হয়েছে

হে বঙ্গবন্ধু আজো খুঁজি তোমায়

 রচনাঃ মোঃ নূরুজ্জামান মিঞা  

————————————————————–

হে বঙ্গবন্ধু আজো খুঁজি তোমায়

চোখের জলে বুক যে ভিজে যায়,

তুৃমি যে কোথায় দেখা দাও না আমায়

 হে আমার বন্ধু, বঙ্গবন্ধু

 বলো না!

তুৃমি কোথায়-কোথায়!! 

৭৫ থেকে আজো খুঁজি ফিরি

আকাশ বাতাস পাহাড় নদী গিরি,

তোমার গড়া স্বপ্ন সুখের স্বাধীন এই বাংলায়

দেখে যে তোমায় ছুটে গিয়ে হায়

ধরতে পারি না তোমায়

তবু আজো ছুটে চলি

হৃদয়ের মরীচিকায়!

হে বন্ধু বলো না বলো না

তুমি কোথায়!

দিবস নিশি খুঁজি ফিরি

ঘুম আসে না চোখে,

তোমার সেই বজ্রকন্ঠ

এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম

আসে যে ভেসে ভেসে। 

ক্লান্ত দুটি চোখ

চেয়ে থাকে নিঃস্পলক —

এই বুঝি তুমি সামনে ঠাঁই

চেয়ে দেখি তুমি নাই! 

বলোনা তুমি কোথায়?

কেনো খেলছো তুৃমি লুকোচুরি খেলা!! 

আমার হৃদয় যে ফেটে যায়

চোখের জলে বুক যে ভেসে যায়!!!

কখনো মনে হয়

এই তো তোমারি সাথে,

গর্জে ওঠে রক্তের হুঙ্কার

শিরা থেকে ধমনীতে;

রক্তের ঝরে ঘাম! 

চীৎকার দিয়ে বলে

অশ্রু ভেজা দুটি চোখ

ওহে বঙ্গবন্ধু —

তুমি আর বাংলাদেশ

একই নাম।

বাতাস বলে কেঁদো না সোনা

খু্ঁজো না তারে,

পাবে কি করে?

সে তো বসে আছে তোমার হৃদয়ে

অবিনশ্বর শক্তি হয়ে,

আগামীর কাঙ্খিত সোনার বাংলাদেশ গড়ার প্রত্যাশায়;

এতো ভালোবেসেছে আমায়

শুধু কি তাই! 

শুধু আমি একা নই

ভেসে ভেসে আসছে ঐ

বলছে কথা কোটি জনতা

বঙ্গবন্ধু আমাদের আত্মায় –

হয় বিশ্বাস তবুও বলে নিঃশ্বাস 

হে বঙ্গবন্ধু তুমি কোথায়!! 

 হৃদয় যেনো বলছে কথা

 করছে অভিযোগ,

কেমন করে গড়বো বাংলা

কেমন করে করবো উপভোগ!

জানি না আজো কেনো রক্ত ঝরে

তোমার বাংলায় রক্তের সাগর গড়ে

৭১,৭৫ এর মতো কান্না শুনতে পাই

নির্যাতন ধর্ষণ আজো কেনো হায়;

বলো না বলো না আমায়

তোমার কণ্যা হাসিনা তাই

ছুটেছে নব চেতনায়।

অপশক্তি মুখোসধারী 

দিচ্ছে মাথা চাঁড়া,

কেমন করে করবো বলো

তাদের এদেশ ছাড়া?

৭১ এর মতো মারছে মানুষ 

করছে ধর্ষণ!

দেখায় আস্ফালন,

৩০ লক্ষ শহিদ ২ লক্ষ নির্যাতিতা

৭১ এর মুক্তিযোদ্ধার পোশাক পরিহিত পরিহীতা

আমরা এসেছি ফিরে

সেই মীর্জাফর হায়েনা করতে বধ।

বলছে ৭৫ এর আকাশ বাতাস

বৃক্ষরাজী, প্রাণি, রক্তনদী!

এখনো যুদ্ধের হয়নি শেষ

অপশক্তি করো শেষ

ছুটে চলো নিরবধি।

ভ্রান্তির বেড়াজাল

মুখোসের রূপময় কলরোল!

একি! দেখছি,

দেখতে চাইনি এই বাংলায়;

ওগো সোনার বাংলা-

বাংলা মা আমার তুমিই বলো

আমার বঙ্গবন্ধু কোথায়!

৭১ এর মতো শিশু ধর্ষণের

মৃত্যু কান্না শুনতে পাই,

যন্ত্রণায় নিঃশব্দ চীৎকার

খুঁজিছে তোমায়

হে বঙ্গবন্ধু তুমি কোথায়!

স্বাধীনতা কেঁদে বলে

ও মুজিব ও মুক্তিসেনা,

ওরা আমার বুকে কেনো

চালায় তান্ডব দুর্নীতি সন্ত্রাস 

চালায় নির্যাতন ধর্ষণ,

আমি “স্বাধীনতা” তোমাদের রক্ত দিয়ে কেনা

ওদের আর রাখবো না।

হে বঙ্গবন্ধু তুমি কোথায়

শেখ হাসিনার মাঝে যেন

তোমায় দেখতে পাই,

আর চাই না কাঁদতে

অনেক কেঁদেছি আর নয় আর নয়

উন্নয়নের জোয়ারে ভেসে

সোনার বাংলায় সোনার নৌকা ভেসে যায়

তুমি কোথায়! কোথায়! কোথায়!

লেখক, গীতিকার ও নাট্যকার

বাংলাদেশ বেতার ও টেলিভিশন

মোবাইল 📱 ০১৭৩১৩৫৩৮০১

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281