বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:১৭ পূর্বাহ্ন

২০২১ উচ্চ মাধ্যমিক শিক্ষাবর্ষের ফরম পূরন শুরু আগামী ২৭ জুন থেকে

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৫৭৭ বার পড়া হয়েছে

হাওড় বার্তা ডেস্ক:

আগামী ২৭ জুন থেকে শুরু হচ্ছে ২০২১ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণ। আর ২৭ জুন শুরু হয়ে শেষ হবে ৭ জুলাই। শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান উভয়ই সকল প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করবে। তবে মানতে হবে স্বাস্থ্যবিধি।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বিজ্ঞান শাখার জন্য দুই হাজার ৫০০ টাকা, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য এক হাজার ৯৪০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে। এবারের এইচএসসি পরীক্ষা উপলক্ষে কোনো নির্বাচনী পরীক্ষা (টেস্ট) হবে না। তাই এসংক্রান্ত কোনো ফিও নেওয়া যাবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বলা হয়েছে, নির্ধারিত ফি এর চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা যাবে না। এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কলেজের ফরম পূরণ কার্যক্রম বন্ধ করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

করোনার কারণে গত বছর এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের গড়ের ওপর এইচএসসির ফল দেওয়া হয়। এ বছর ৮৪ দিনের পাঠ পরিকল্পনার ভিত্তিতে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281