সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

জাউয়া বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ আঃ গাফফারের ইন্তেকাল ও দাফন সম্পন্ন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৮ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

বিশেষ প্রতিনিধিঃ- ছাতক উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ জাউয়া বাজার ডিগ্রী (অনার্স) কলেজ’র প্রতিষ্টাকালীন থেকে অদ্যাবধি পর্যন্ত সূযোগ্য অধ্যক্ষ আব্দুল গাফফার ‘র দাফন সম্পন্ন। দূ’টি যানাজা শেষে তাকে পারিবারিক কবরস্হানে সমাহিত করা হয়েছে।

মরহুম অধ্যক্ষ আব্দুল গাফফার’র স্মৃতিবিজড়িত জাউয়া বাজার ডিগ্রীকলেজ’র মাঠে আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় প্রথম নামাজে যানাজা অনুষ্টিত হয়।

যানাজা পূর্ব আলোচনায় মরহুম’র স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সুনামগজ্ঞ-৫ সংসদীয় আসন ছাতক-দোয়ারা বাজার এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ছাতক উপজেলার ইউএনও মোহাম্মদ মাহবুবুর রহমান, জাউয়া ডিগ্রী কলেজ’র সহযোগী অধ্যাপক মণিশংকর ভৌমিক, গোবিন্দগন্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী (অনার্স) কলেজ’র অধ্যক্ষ সুজাত আলী রফিক, ছাতক ডিগ্রী কলেজ’র অধ্যক্ষ তুলশী রন্জন দাস, ছাতক উপজেলা আওয়ামীলীগ’র যূগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, সুনামগজ্ঞ জেলা আ’লীগ’র কার্যকরি পরিষদ’র সদস্য,ছাতক উপজেলা পরিষদ’র ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন, জাউয়া জামে মসজিদ’র পেশ ঈমাম ও খতিব হাফিজ সাঈদ আহমদ, জাউয়া মাদ্রসার মোহতামীম মাও,আব্দুস ছোবহান, গোবিন্দনগর মাদ্রসার অধ্যক্ষ মাওঃ আব্দুস সালাম আল-মাদানী, ইউপি চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা, জাউয়া কলেজ গভর্ণিংবডির সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, আ’লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী রেজা মিয়া তালুকদার, সিরাজুল ইসলাম, মরহুম’র স্বজন- আনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান আকলুছ মিয়া, মুরাদ হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী নুরুল ইসলাম, জাউয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হক, ইউপি সদস্য আব্দুল কদ্দুছ সুমন, সমতা স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ নাসির উদ্দিন, সমতা কলেজের প্রভাষক ও ছাতক অনলাইন প্রেসক্লাবের আহবায়ক মোশাররফ হোসেন, প্রভাষক নাজমুল হক,গৌছুল হক নাঈম, যুবলীগ নেতা হেলাল উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, মরহুম অধ্যক্ষ আব্দুল গাফফার গত শুক্রবার দিবাগত রাত সিলেট শহর’র বে-সরকারি হাসপাতাল মাউন্ট এডোরায় ২ টা ২০ মিনিটের সময় ইন্তেকাল করেন। গতকাল শনিবার তার কর্মস্হল জাউয়া ডিগ্রীকলেজ মাঠে প্রথম যানাজা শেষে মরহুম’র নিজ গ্রাম’র বাড়ী ছাতক উপজেলার মল্লিকপুরে বাদ আছর ২য় নামাজে যানাজা শেষে পারিবারিক কবরস্হানে তাকে সমাহিত করা হয়েছে। মরহুম’র যানাজায়, সহকর্মীবৃন্দ, জনপ্রতিনিধি,প্রশাসনের লোকজন, শিক্ষক শিক্ষার্থীগণ, সাংবাদিক, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃ্বৃন্দসহ এলাকার লোকজন অংশ নেন। উপস্হিত লোকজন মরহুম অধ্যক্ষ আব্দুল গাফফার’র মৃত্যুতে শোক ও শোকাহত পরিবার’র বর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281