চট্টগ্রাম ব্যুরো প্রধান
মহেশখালীর কালারমার ছড়া আঁধারঘোনা এলাকায় এবার সৎ মাকে পিটিয়ে খুন করলো সৎ ছেলে। যদিও পিটিয়ে জখম করার ঘটনাটি গেলো ২৪ এপ্রিল সেহরির সময়ে। ঘাতক সৎ ছেলের নাম আব্দুল হান্নান।
সেদিন ভোরে সেহেরি খাওয়ার সময় কথাকাটির জের ধরে সৎ ছেলে আব্দুল হান্নানের কুড়ালের আঘাতে সৎ মা মুরশিদা বেগম (৩৫) গুরতর আহত হয়। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মুরশিদাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করালে চিকিৎসার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তিনি চিকিৎসা অবস্থায় রোববার (২ মে) সকালে চমেক হাসপাতালে মৃত্যুবরণ করেন।
নিহত মুরশিদা ২ ছেলে ও ১ মেয়ে সন্তানের জননী। ঘটনার পর থেকে স্বামী আকতার হোসেনসহ অন্যরা পলাতক রয়েছে।
মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুল হাই বলেন, সৎ ছেলের হাতে মুরশিদা বেগম (৩৫) খুনের বিষয়টি জানতে পেরেছি, এ নিয়ে মামলাও হয়েছিলো থানায়। এটি হত্যা মামলা হিসাবে রুজু হবে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া