সবুজ শ্যামল বাংলাদেশ
–মুফতি আল আমিন ইসলাম সরকার যুক্তিবাদী
————————————-
সবুজে ঘেরা দেশ
নামটি তার বাংলাদেশ
ফজরে আযানের মিষ্টি সুরে
সকালে পাখির কলতানে
ঘুম ভাংগে-
বিকেলে হিমেল বাতাস
সন্ধায় শীতল ছায়া
মন ছুঁয়ে যায়।
আষাঢ়ে বৃষ্টি টাপুর-টুপুর
বর্ষায় পানির শ্রোতে
ভেসে যায় কত গ্রাম,
হাট-বাজার আর শহরতলী ।
নৌকা-লঞ পথে যাত্রা
জীবনে খুঁজে পাই
নতুন মাত্রা।
রাতের বর্ষার গর্জন
সাগরের মাঝে যেন
ভাসমান নিঝুম দ্বীপ
এক একটি গ্রাম
রাতে আসে নদী থেকে
সুশীতল হিমেল বাতাস
কে যেন আদর করে
এসে ঘুম পাড়িয়ে দেয়।
মন মুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যপট
গাছ-গাছালির বাগান
পাহাড়-নদী ঝর্ণা ধারা
নীল আকাশের নিচে
এ যেন স্বর্গীয় সুখের
অনুভূতি জাগে মনে।
ফুলে-ফলে ভরা
সুজলা- সুফলা শস্যখেত
নাম না জানা
কত ফুলের সুবাসে
মেতে উঠে মন,
এ দেশের মাটি ও মানুষের মাঝে
ভালবাসার খনি বিরাজ করে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া