দ্বীন-ইসলামের ডাক
-মুফতি আল আমিন ইসলাম সরকার যুক্তিবাদী
________________________________________
দ্বীন-ইসলামের ডাক এসেছে ভাই,
এই দূর্দিনে মুসলমানগণে ত্যাগ স্বীকার
করিতে হবে তাই।
খাঁটি মুসলামান হয়ে সবাই-,
এগিয়ে এসো সামনের দিকে যাই।
আমরা পরে রয়েছি পিছে-
দিন-দিন যাইতেছি আরও নিচে।
এই সকলি দেখে ;
দূষিতেছে আমাকে তোমাকে ।
ঐক্যের সাথে, সত্য সটিক পথে
সকলে রহিতে,
কি করিতে হবে,
মোরা সবে?
করিয়া স্থীর-,
না হয়ে অস্থীর
কার্য যত সাধিতে হবে।
দ্বীন-ইসলামের কাজ করিতে হবে;
না হলে দেখ সকলি যাবে বিফলে
এখনও হুশ না করিয়া চলিলে
মোরা সবে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com