জীবন সংগ্রাম
-মুফতি আল আমিন ইসলাম সরকার যুক্তিবাদী
জীবন পথে চলতে গেলে
কত বাধা আসে সামনে।
বাধা থেকে মুক্তি পেতে
চলতে হবে সমুখ পানে।
সংগ্রাম করে জীবন গড়া
সুখের নীড় গড়ে তোলা;
সংগ্রাম করে বেঁচে থাকা
জীবনকে স্বার্থক করা।
জীবন পথে চলতে গেলে
কত বাধা আসে সামনে।
শত দুঃখ শত বাধা
উপেক্ষা করে;
চলতে হবে জীবনের উন্নয়নে।
বাধা বিপত্তি দেখে
পিছু হটে যারা,
জীবনকে গড়িতে পারে না তারা।
জীবন পথে চলতে গেলে
কত বাধা আসে সামনে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া