মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন

জীবন সংগ্রাম -মুফতি আল আমিন ইসলাম সরকার যুক্তিবাদী

হাওড় বার্তা ডেস্কঃ
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১৬ মে, ২০২১
  • ২৪১ বার পড়া হয়েছে

জীবন সংগ্রাম

-মুফতি আল আমিন ইসলাম সরকার যুক্তিবাদী

 

জীবন পথে চলতে গেলে

কত বাধা আসে সামনে।

বাধা থেকে মুক্তি পেতে

চলতে হবে সমুখ পানে।

সংগ্রাম করে জীবন গড়া

সুখের নীড় গড়ে তোলা;

সংগ্রাম করে বেঁচে থাকা

জীবনকে স্বার্থক করা।

জীবন পথে চলতে গেলে

কত বাধা আসে সামনে।

শত দুঃখ শত বাধা

উপেক্ষা করে;

চলতে হবে জীবনের উন্নয়নে।

বাধা বিপত্তি দেখে

পিছু হটে যারা,

জীবনকে গড়িতে পারে না তারা।

জীবন পথে চলতে গেলে

কত বাধা আসে সামনে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২০১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656