কুমারখালী প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালীতে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌরসভার চেয়ারম্যান আব্দুর রহিম জোয়ার্দারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বাদ যোহর কুমারখালী স্পোর্টিং ক্লাব মাঠে উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খানের উপস্থিতিতে একদল চৌকস পুলিশ কর্মকর্তা
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমকে গার্ড অব অনার প্রদান করেন। পরে তেবাড়ীয়া গোরস্থানে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তার লাশ দাফন করা হয়।
বার্ধক্যজ্বনিত কারণে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে কুষ্টিয়া -৪ আসনের এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান ও পৌরসভার মেয়র মো. সামছুজ্জামান অরুন শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম জোয়ার্দার যুদ্ধ পরবর্তীকালে ১৯৭৪ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত কুমারখালী পৌরসভার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com