হাওড় বার্তা
ছাতক অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে প্রথম আলোর অনুসন্ধানী সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামসহ সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি, নির্যাতন কারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ছাতক উপজেলা সদরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ২ টার দিকে ছাতক কেন্দ্রীয় মিনারের সম্মুখে ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিনের সভপতিত্বে ও সাধারণ সম্পাদক অলিউর রহমানের পরিচালনায় ছাতক অনলাইন প্রেসক্লাবের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তৃতা রাখেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সভাপতি শামীম আহমদ তালুকদার,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী,
জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট জেলা শাখার সহ সভাপতি তৌফিকুর রহমান হাবিব,সাবেক ইউ/পি চেয়ারম্যান মোঃসুন্দর আলী,ছাতক অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মাস্টার আজিজুর রহমান আজিজ,আওয়ামীলীগ নেতা মোঃলায়েক মিয়া, দিলবর আলী,সহ সভাপতি মাস্টার আবু খালেদ,ফজল উদ্দিন, এইচ এম খালেদ,ফয়ছল আহমদ,অজিত কুমার দাশ,যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ রুনু, আরিফুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মিলাদ হোসেন শুভ, মোঃ আক্তার হোসেন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক শংকর দত্ত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বাদশা মিয়া, সদস্য মাহমুদুল হাছান মিছবাহ,মোঃফখরুল হোসেন,ছাতক টু সুনামগঞ্জ অনলাইন চ্যানেলের রিপোর্টার এ আর সায়েম, ক্যামেরাম্যান মোহাম্মদ আলী,
মানববন্ধনে বক্তারা বলেন,স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতিবাজদের নির্যাতনের শিকার হয়েছেন সাংবাদিক রোজিনা ইসলাম।তাকে প্রায় ছয় ঘণ্টা ধরে আটকে রেখে হেনস্তা ও মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এসময় দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার ও সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।
বক্তারা আরও বলেন, দুর্নীতিবাজ এসব আমলা নিজেদের কুকীর্তি ঢাকতে রোজিনাকে হেনস্তা করেছেন। ভেতর ঘাপটি মেরে বসে থাকা একদল কর্মকর্তা সরকারের সুনাম ক্ষুণ্ন করতে সাংবাদিকদের গায়ে হাত তুলা হয়েছে। এ মানববন্ধনে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com