পবিত্র রমজান মাসকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জের ৪০ টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে যুক্তরাজ্য প্রবাসীদের স্বেচ্ছাসেবী সংগঠন আমানাহ এইড।
শনিবার (১০ এপ্রিল) বিকাল ৫ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রায় দুই হাজার টাকা সমমুল্যের খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, পেয়াজ, তৈল,ইত্যাদি ।
খাদ্যসামগ্রী বিতরণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আমানাহ এইডের কান্ট্রি ডিরেক্টর মাওলানা আক্তার আহমদ।
এসময় তিনি বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে করোনা মহামারির এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন আমানাহ এইড। এই সংগঠনটি মানুষের সেবায় নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। তাদের এমন নিঃস্বার্থ প্রচেষ্ঠার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এবং মোনাজাতের মাধ্যমে বিতরন কার শুরু করেন
এসময় উপস্থিত ছিলেন, শাহজাহান আহমদ, আমজদ হোসেন, নজরুল ইসলাম, আলাল হোসেন রাফি,শাহনুর আহমদ সুলতান, জাহিদ হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com