মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

নাসিরনগরে শিশু ও নারী উন্নয়নে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত-হাওড় বার্তা 

হাওড় বার্তা ডেস্কঃ
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ২২১ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিদের সমন্বয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

আজ ২৪ জুন ২০২১বৃহস্পতিবার জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা সম্প্রসারণ প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান কাউছার। কর্মশালায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক বক্তব্য রাখেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ চন্দন কুমার পোদ্দার, কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ তানবির আনসারী, প্রেস ক্লাব সভাপতি ও পুরোহিত সুজিত কুমার চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম ভূইয়া,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, সাংবাদিক আক্তার হোসেন ভূইয়া, হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান আতিকুল রহমান আঁখি, উপজেলা তথ্য আপা ঝরণা খাতুন, মাওলানা আলাউদ্দিন আহমেদ আল কাদেরী, ইউনিয়ন পরিষদ মহিলা সদস্য নার্গিস আক্তার প্রমুখ। উক্ত ওরিয়েন্টেশন কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক, ইমাম, পুরোহিতসহ নেতৃস্থানীয় ব্যক্তিগণ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২০১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656