বিশ্বনাথ প্রতিনিধি
সারা দেশে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় নিয়মিত টহলের পাশাপাশি বিশ্বনাথ উপজেলায় কর্মহীন অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী।
কঠোর লকডাউনের ৬ষ্ট দিন মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে ত্রাণ বিতরণ করা হয়। এসময় স্থানীয় বাসিয়া ব্রীজের উপর কর্মহীন অসহায় ওদুস্থদের মধ্যে ত্রাণ তুলে দেন বায়ান্ন পদাতিক বিগ্রেডের বিগ্রেডকমান্ডার।
সেনাবাহিনীর নির্দিষ্ট প্যাকেটে করে দুস্থদের দেয়া হয় চাল, ডাল, চিনি, তৈল, আটা ছোলা, আলু, পেঁয়াজ, সাবান ও লবণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী।
সেনা সদস্যরা জানান, বরাবরের মতো অসহায় ও দুঃস্থমানুষদের মধ্যে মানবিক সহায়তা দেয়া হচ্ছে। সেনাবাহিনীর মানবিক এ সহায়তাপ্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান