তাহিরপুর (সুুনামগঞ্জ) প্রতিনিধি
সরকারী বিধিনিষেধ অমান্য করে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন কেন্দ্র গুলো ভ্রমণ করতে পর্যটক আসায় পর্যটকবাহী নৌকা ও পর্যটক কে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
শুক্রবার (২৩শে জুলাই) উপজেলার ট্যাঙ্গুয়ার হাওর, তাহিরপুর ও আনোয়ারপুর ব্রীজে পৃথক ০২টি মোবাইল কোর্টের মাধ্যমে ১৭টি মামলায় (১৭ জন) পর্যটক/পর্যটকবাহী নৌকাকে ২৩ হাজার তিনশত টাকা জরিমানা করা হয়। এরপর করোনা প্রতিরোধে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের পৃথক কমিটির সহযোগিতায় পর্যটন কেন্দ টেকেরঘাট, বারেকের টিলা সহ জাদুকাটা এলাকায় পর্যটন নিষিদ্ধের মাইকিং করা হয়। তাছাড়া সরিয়ে দেয়া হয়েছে আগত পর্যটকদের।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির গণমাধ্যমকে জানান, সকলকে যার যার অবস্থানে থেকে সচেতন হয়ে করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনকে সহায়তা করার জন্য অনুরোধ করছি। করোনা মোকাবিলায় সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। তাহিরপুরকে করোনামুক্ত রাখার বিষয়ে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।
উল্লেখ্য,করোনা ভাইরাস এর বিস্তার রোধে সকল প্রকার পর্যটন কেন্দ্রে সরকারি নিষেধাজ্ঞা থাকায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়র সকল প্রকার পর্যটকের ভ্রমণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া