রবিবার, ১৯ মে ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জে গোচারণভূমিতে বাজার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জে গোচারণভূমিতে অবৈধভাবে বাজার নির্মাণ ও স্থানীয়দের হুমকি প্রদানের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন বেহেলী, মশালঘাট ও তিলকই গ্রামবাসী।
তারা বলেন, হাওরপাড়ের তিনটি গ্রামের সর্বসাধারণের গোচারণভূমি ও ধান মাড়াইয়ের খলায় স্থানীয় প্রভাবশালীরা জোরপূর্বক একটি বাজার নির্মাণের উদ্যোগ নিয়েছেন। বিভিন্ন সময় এই ভূমিতে পূজা অর্চনা করেন তারা। কিন্তু বাজার নির্মাণ হলে গৃহস্থালি কাজ ও ধর্মীয় আচার পালনে ব্যাঘাত সৃষ্টি হবে। অবিলম্বে এই উদ্যোগ বন্ধের জন্য দাবি জানান প্রতিবাদকারীরা।
এসময় জেলা আওয়ামী লীগ নেতা সবুজ কান্তি দাস, ইউপি সদস্য যীশু তাং পল্টুদাস,সনথ দাস,বিশ্বজিৎ তাং,নিষেধ সরকার, প্রিয় রায়,প্রলয় বিশ্বাস, গিতন দাস,নিবেদন দাস,সন্চুদাস,অমিত দাস,জীবন তাং,সেবক দাস প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281