শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির তৃতীয় সম্মেলনে হাওর বিষয়ক মন্ত্রনালয় গঠনের দাবি।দূর্নীতির বিষবৃক্ষে জাতি দিশেহারা, মুখ বন্ধের শেষ কথায় ?সুনামগঞ্জের কুস্তি খেলার ইতিহাস ও ঐতিহ্য গ্রন্থের মোড়ক উন্মোচনহজ্জের অন্তরালে অবৈধ ভাবে একাদিক বিয়ে করছেন আয়েশাছাতক-দোয়ারাবাজারে বন্যায় ক্ষতিগ্রস্থদের পুষ্টি গুণ বিস্কুট বিতরণ।শান্তিগঞ্জে নতুন করে যাত্রা শুরু করলো রুরাল ডেভেলপমেন্ট হেল্থ সেন্টার এন্ড ডায়াগনস্টিক।বিশ্বম্ভরপুর থানায় ব্রেস্ট ফিডিং কর্ণার ও লাইব্রেরির উদ্ভোধন। ছাতকে শিক্ষানুরাগী নুর মোহাম্মদ ময়না মিয়া’র ইন্তেকাল।হাওড়ের নেই মাছ : ঋনের চাপে দিশেহারা জেলে।বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মোঃ আব্দুস শহীদ এমপি অনলাইন ফোরামের উপদেষ্টা মনোনীত হলেন উম্মে ফারজানা ডায়না।

Earn N Live এর পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরন।

উপজেলা প্রতিনিধিঃ আশিক হাসান সীমান্ত
  • সংবাদ প্রকাশ সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৭৩ বার পড়া হয়েছে

রাজবাড়ী জেলার কালুখালি উপজেলার মৃগী ইউনিয়ন এ দুস্থ,অসহায় ও দরিদ্র প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে ঈদ উপহার বিতরন করা হয়।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং গন্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় একটি সফল ও সুন্দর কর্মসূচি সম্পন্ন হয়েছে। এই উপহার প্রেরণ করেছে মানবতার ফেরিওয়ালা Earn N Live অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি।

Earn N Live যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী অলাভজনক প্রতিষ্ঠান। যার উদ্দেশ্য প্রতিবন্ধী মানুষের যারা অক্ষম বা ভিন্নভাবে সক্ষম তাদের জীবনধারণের জন্য একটা উপযুক্ত এবং কর্মময় পরিবেশ তৈরি করা।

এছাড়াও অসহায়,দুস্থদের পাশে দাড়ানো কখনো শীতবস্ত্র, কখনো ঘর তুলে দেয়া কখনো ভরন পোষণের দায়িত্ব নেয়া এবং কখনো তাদের পারিবারিক স্বচ্ছলতা আনায়নের জন্য গরু,ছাগল অনুদান এবং কর্মসংস্থান সৃস্টি করা এরকম যাবতীয় মানবিক কাজ করাই Earn N Live এর উদ্দেশ্য।

প্রতিষ্ঠান টির প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি। মানবতার সেবা এবং মানুষের পাশে দাড়ানোই যার প্যাশন। একঝাঁক তরুন উদ্যোমী টিম মেম্বারদের সহায়তায় প্রায় ৪০ টি পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরন কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। আমন্ত্রিত অতিথি বৃন্দদের মতামত জানতে চাইলে তারা বলেন ফরিদা ইয়াসমিন জেসি আপুর এই সুন্দর এবং মহতী কর্মগুলো বেহেশতের ফুলের মতই নিস্কলুষ এবং নি:স্বার্থ।

উনার এই কর্মোদ্যম এবং মানুষের পাশে দাড়ানোর মানসিকতা আজীবন অব্যাহত থাকুক।মানুষ মানুষকে ভালোবাসতে শিখুক উনার কর্ম থেকে। উনি সত্যিকারের একজন দেশপ্রেমিক এবং আমাদের অনুপ্রেরণা।

এসময় স্থানীয় সাংবাদিকগন তাদের অনুভুতি প্রকাশ করেন। তারা বলেন এরকম একটি মহতী উদ্যোগে আসতে পেরে আমরা সত্যি গর্বীত এবং ফরিদা ইয়াসমিন জেসি আপুর এই মানুষের প্রতি ভালোবাসা আমাদের জন্য অনুপ্রেরণা এবং শিক্ষনীয়।

আমরা চাই এরকম কর্মসূচি রাজবাড়ীতে আরো সম্পন্ন হোক এবং Earn N Live এর জন্য শুভকামনা জানাই সবসময়।
অনুষ্ঠান চলাকালে ঈদ উপহার নিতে আসা অসহায়দের মুখের হাসি বলে দেয় তারা এই উপহার পেয়ে কতটা উচ্ছ্বসিত।

তাদের অনুভূতি জানতে চাইলে তারা বলেন ফরিদা ইয়াসমিন জেসি আপুর আয়ু আল্লাহ দীর্ঘ করুন উনি সারাজীবন সুখে থাকুন। তিনি যেমন মানুষের ভালোবাসার টানে নিজের সমস্ত উপার্জন অসহায়দের মাঝে দান করেন মহান আল্লাহ যেনো উনার জীবনের সমস্ত ভালো কর্ম গুলো কবুল করে নেন।

এসময় টিম লিডার রিপন মাহমুদ এবং তার টিমের সদস্যরা রোজা রেখে অক্লান্ত পরিশ্রম করে এই কর্মসূচি সফল করায় Earn N Live এর প্রতিষ্ঠাতা ফরিদা ইয়াসমিন জেসি তাদেরকে ধন্যবাদ দিয়েছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281