কক্সবাজার থেকে —
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত, সর্ববৃহৎ শরণার্থী শিবিরসহ বিভিন্ন কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে দিনদিন বাড়ছে কক্সবাজার জেলার গুরুত্ব। দেশের অন্যতম এ পর্যটন জেলাকে আরো বেশি তুলে ধরতে প্রতিনিয়ত কাজ করছেন মেধাবী ও বিচক্ষণ সাংবাদিকরা।
এরই প্রেক্ষিতে জেলার সাংবাদিকদের স্বার্থ ও অধিকার সুরক্ষায় আত্মপ্রকাশ করেছে কক্সবাজার জেলা অনলাইন প্রেস ক্লাব।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন নিজস্ব কার্যালয়ে এক সাধারণ সভায় এ সংগঠনের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে ডেইলি বাংলাদেশ’র জেলা প্রতিনিধি ও লন্ডন ভিত্তিক ভিজুয়াল প্রোগ্রাম চ্যানেল এনএল২৪’র বিশেষ প্রতিনিধি এইচএম ফরিদুল আলম শাহীনকে। এছাড়া সদস্য সচিব করা হয়েছে ওয়ান নিউজ ডটকম ডট বিডি’র মো. নেজাম উদ্দিনকে।
এ আহ্বায়ক কমিটি আগামী ৩০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সভায় সর্বসম্মতিতে সিদ্ধান্ত নেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া