কুষ্টিয়া জেলা প্রতিনিধি
করোণা সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি দেশব্যপী ডেঙ্গু সংক্রমন অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় এডিস মশা নিধন কর্মসুচির উদ্বোধন করেছে কুষ্টিয়ায় গণপূর্ত বিভাগ। ০৪ আগস্ট বুধবার সকাল ১১টায় কুষ্টিয়া কালেক্টর চত্তরে ফগার মেশিং দিয়ে এই কর্মসুচির উদ্বোধন করেন কুষ্টিয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকোশলী মোঃ জাহিদুল ইসলাম।
এসময় গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকোশলী মোঃ শফিকুর রহমান চৌধুরী, কুষ্টিয়া জেলা শ্রমিকলীগৈর যুগ্ম-সাধারন সম্পাদক এইস এম মতিউর রহমান, গণপুর্ত সিবিএর সভাপতি জিল্লুর রহমানসহ গণপূর্ত বিভাগের কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে কুষ্টিয়া কালেক্টরেট চত্বর, জর্জ কোর্ট চত্তর ও পুলিশ লাইন অফিস চত্বর এর আশপাশে ফগার মেশিং দিয়ে এডিস মশা নিধন করেন গণপূর্ত বিভাগ। এই কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান কুষ্টিয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকোশলী মোঃ জাহিদুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: মো. শহিদ মিয়া