তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
তালার জেঠুয়া বাজারের অদুরে প্রবল স্রোতে কপোতাক্ষ নদের ভেড়ীবাঁধের ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (যশোর)’র নির্বাহী প্রকৌশলী মোঃ তাওহীদুল ইসলাম।
বুধবার (৪ আগষ্ট) সকালে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ও নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান কে সাথে নিয়ে এলাকা পরিদর্শন করেন তিনি।
এরআগে তিনি তালা বাজারের মেলাখোলা ও খেশরার বালিয়া অঞ্চলের কপোতাক্ষ নদের ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন এই নির্বাহী প্রকৌশলী।
এসময় পানি উন্নয়ন বোর্ড (যশোর)এর উপসহকারী প্রকৌশলী মোঃ ফিরোজ হোসেন জালালপুর ইউনিয়ন চেয়ারম্যান এম মফিদুল ইসলাম লিটু। জালালপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি মোঃ রবিউল ইসলাম (মুক্তি), বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, ইন্দ্রজীৎ দাশ (বাপী), , শালিখা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু সহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ড (যশোর)’র নির্বাহী প্রকৌশলী মোঃ তাওহীদুল ইসলাম বলেন, যেভাবে নদীর ভাঙ্গন শুরু হয়েছে এখনই পদক্ষেপ না নিলে ব্যাপক ক্ষতি হয়ে যাবে। আজই বিভাগীয় নির্বাহী প্রকৌশলী স্যারের সাথে কথা বলে যতদ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করব।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com