তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সুরক্ষা নাগরিক অধিকার ও মর্যাদা(সুনাম)কমিটির তালা উপজেলা শাখার আয়োজনে অ্যাডভোকেসী/লবি ও মাসিক সভা অনুষ্টিত হয়েছে ।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা সুনাম কমিটির আয়োজনে উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সাথে অ্যাডভোকেসী ও লবি সভা অনুষ্ঠিত হয় । সভার শুরুত উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কে কমিটির কার্যক্রম সর্ম্পকে অবহিত করা হয় ।
অ্যাডভোকেসী/লবি মিটিং শেষে তালার কপোতাক্ষ ইকোপার্কে উপজেলা সুনামের সভাপতি শেখ ইমরান হোসেনের সভাপত্বিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সুনামের সাধারণ সম্পাদক এসএম হাসান আলী বাচ্চুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সারি’র এ্যাডভোকেসি অফিসার শিবানী গাইন, সুনামের সহ-সভাপতি শাহানাজ পারভীন,সহ-সাধারণ সম্পাদক শেখ ফয়সাল আহম্মেদ, মানবাধিকার সম্পাদক পবিত্র বিশ^াস, কোষাধ্যক্ষ অভিজীৎ দত্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আমিনুল হক অভি, ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক জহর হাসান সাগর, সদস্য বাবলুর রহমান, লিটন হুসাইন, সিমলা দাস,পার্থ মন্ডল,পূর্ণিমা সরকার, বোরহান উদ্দীন,দ্রৌপদী দাস, সাইদুর রহমান আকাশ,পদ্মা দাস,কাজী জীবন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com