আপন হলো মামা আর খালা, এরপর চাচা আর ফুফু! এই বৈষম্যটা তৈরি হওয়ার জন্য যারা পরিবারের কর্তৃত্ববান তারাই অধিকাংশ দায়ী, এজন্য দেখা যায় অধিকাংশ ছেলে মেয়ে চাচা আর ফুফুর চেয়ে মামা আর খালাকে অধিক আপন মনে করে, এবং বেশি ভালবেসে থাকে অথচ মামা আর খালার চেয়ে বেশি পাওয়ার
প্রাপ্য ছিল চাচা আর ফুফু কারন চাচা আর ফুফুর ভালবাসাটা খুব কাছে থেকে পাওয়া যায়। আর এই বৈষম্যের দরুন চাচা -ফুফুও মনে অনেকটা কষ্ট চাপা দিয়ে বাহ্যিকভাবে দূরত্ব বজায় রেখেই চলে, কিন্তু অন্তরে ভালবাসা ঠিকই থাকে।
মন মানষিকতা পরিবর্তন করা দরকার।
তাই আসুন, চাচা, ফুফু, মামা আর খালা উনাদের প্রতি বৈষম্য তৈরি না করে সমানভাবে ভালবাসতে শিখি।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: মো. শহিদ মিয়া