রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

দেশের ইউটিবার কুষ্টিয়ার সৈকতের ১০ লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে পথশিশুদের নিয়ে উদযাপন-হাওড় বার্তা

কে এম শাহীন রেজা
  • সংবাদ প্রকাশ বুধবার, ২৬ মে, ২০২১
  • ৭৯২ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

সৈকতের বয়স তার মাত্র ২৫ । সৈকত ইসলাম কাব্য নামের প্রথম কুষ্টিয়ান যুবক যার ইউটিউব চ্যানেলে ১০ লক্ষ সাবস্ক্রাইবার এবং মোট ভিউ ১০০ মিলিয়ন বা ১০ কোটির উপরে। যা গোটা বাংলাদেশের হাতেগোনা কিছু ইউটিউব চ্যানেল আছে যারা দশ লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করতে পেরেছে। সৈকত তার “Itz kabbo” নামের ইউটিউব গেমিং চ্যানেলটির যাত্রা শুরু করে ২০১৯ সালের ডিসেম্বরে৷ পরের বছর জুনে ১ হাজার এবং একই বছরের ডিসেম্বরে ১ লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করতে সামর্থ্য হন তিনি। বিগত দেড় বছর যাবৎ কঠোর পরিশ্রম ও কঠিন অধ্যাবসায় এর মাধ্যমে ফ্রি ফায়ার গেম খেলে নিজের জনপ্রিয়তাকে আকাশ সমানে নিয়ে গিয়েছেন ২৫ বছর বয়সী সৈকত। তার চ্যালেনের মোট ভিউ ১০০ মিলিয়ন বা ১০ কোটির উপরে এবং ভিডিও প্রতি গড় ভিউ ৫ লক্ষ এর উপরে। সৈকতের বাড়ি কুষ্টিয়া শহরের ফুলতলা অঞ্চলে। ১০ লক্ষ সাবস্ক্রাইবার হবার আনন্দ ভাগাভাগি করতে তিনি ৫০ জন পথশিশুকে নিয়ে শহরের মেহেরজান রেস্তোরাঁয় আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেন। সুবিধাবঞ্চিত এসব শিশুদের সাথে গান-বাজনা এবং ভুড়িভোজ ও কেক কাটার মাধ্যমে দিনটি স্মরণীয় করে রাখেন। এসময় সৈকত বলেন, ‘বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে অনেক বড় কিছু করা সম্ভব।’ সেই সাথে তরুণ প্রজম্মকে ইন্টারনেট স্মার্টফোন কাজে লাগিয়ে সামনে এগিয়ে চলার আহবান জানান। একই সাথে কুষ্টিয়াতথা দেশবাসীর কাছে দোয়া চান ইনাং ইউটিউবার সৈকত ইসলাম কাব্য।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। নিবন্ধন নাম্বার (মফস্বল -২০১) © All rights reserved © 2018-2025 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281