নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় “জাতীয় মৎস্য সপ্তাহ ” ২০২১ উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।
আজ ২৯ আগস্ট রবিবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এঁর উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ডাক বাংলো লঙ্গন নদীর নৌকা ঘাটে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন, ব্রাহ্মণবাড়িয়া-১ (সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। পোনা মাছ অবমুক্তকরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান খান শাওন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকারসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তিগণ। পরে তিন জন সফল মৎস্য চাষীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া