নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে কর্মহীন অসহায় ও দুঃস্থ জেলে পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ ১০ জুলাই শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে নাসিরনগর সরকারি মহাবিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে করোনা ভাইরাস প্রাদুর্ভাবে চলমান বিধি নিষেধে কর্মহীন অসহায় জেলে পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহণ করেন , ব্রাহ্মণবাড়িয়া -১ (সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক, মৎসজীবি সমিতির প্রতিনিধিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ। অনুষ্ঠানে করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীন দুস্থ ও অসহায় ২১৩ জন জেলেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫শ’ টাকা করে মোট ১ লক্ষ ৬ হাজার ৫০০ টাকা মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com