ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় প্রাণী সম্পদের সুফলভোগী খামারীদের মাঝে ভেড়া বিতরণ ও স্মার্ট লাইভস্টক মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার ১৩ মে ২০২৩ দুপুরে উপজেলা প্রাণী সম্পদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া -১(সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পাল, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার। ” স্মার্ট বাংলাদেশকে স্মার্ট লাইভস্টক, দুধ,ডিম, মাংস স্বাস্থ্যের উৎস এই স্লোগানকে সামনে রেখে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নূরে আলম৷ উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কোহিনূর আক্তার, আল মামুন চৌধুরী, সাহেরা বেগম প্রমুখ। সভায় হাওর অঞ্চলের মানুষের উন্নয়ন প্রকল্পের আওতায় ৭৫ জন সুফলভোগী খামারীদের মাঝে জন প্রতি ২ টি করে মোট ১৫০ টি ভেড়া বিতরণ করা হয়। ভেড়া বিতরণের পর সংসদ সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি মহোদয় অতিথিদের নিয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নীচতলায় মেধা বিকাশে খাঁটি পন্য সরবরাহে একটি বিশুদ্ধ প্রতিষ্ঠান “স্মার্ট লাইভস্টক বাজার” উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সুফলভোগী খামারীগণ।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া