নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এঁর সহায়তায় সেভ দি চিলড্রেন (মামনি) প্রকল্পের মা ও নবজাতকের স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্য বিকেন্দ্রীভূত পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ ১ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে মা ও নবজাতকের স্বাস্থ্য সেবার মান উন্নয়ন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মতিউর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আশিক মুন্না মুজতবা(সীমান্ত) এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মিয়া, প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ছোয়াব আহমেদ হৃতুল, ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া, মামনি প্রকল্পের রিজিওনাল ম্যানেজার মোঃ আলতাফ হোসেন, ম্যানেজার এম আই এস মোজাহিদ ফিরোজ, জেলা কো-অর্ডিনেটর ফিরোজ কবির, উপজেলা কো-অর্ডিনেটর আজাহারুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন প্রমুখ। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, চেয়ারম্যান, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ডাক্তার, স্বাস্থ্য সহকারী, এএইচআই, এইচআই,এফডাব্লিওভি ও ইউএসএ আইডি (সেভ দি চিলড্রেন) মামনি প্রকল্পের কর্মকর্তাগণ।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ. এস. খালেদ