নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়) প্রতিনিধিঃ নাসিরনগর উপজেলার দক্ষিণপাড়ার কলেজ মোড় হতে হাসপাতালের বাউন্ডারির পাশে রাস্তা সংস্কার করায় দীর্ঘদিন স্বপ্ন বাস্তবায়নে এলাকাবাসী সন্তুষ্টি প্রকাশ।
নাসিরনগর দক্ষিণ পাড়ার লোকজনের মাঠে যাওয়ার রাস্তাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাউন্ডারি নির্মাণ করার সময় রাস্তাটি হাসপাতাল ভিতরে পড়ে যায়। রাস্তাটি ছিল দক্ষিণ পাড়াসহ আশপাশের লোকজনের পূর্ব মাঠে কৃষিকাজ সহ গরু বাছুর নিয়ে মাঠে যাওয়ার এক মাত্র রাস্তা। হাসপাতালের বাউন্ডারি দেয়ার সময় এলাকাবাসীর সমস্যার সৃষ্টি হলে, উপজেলা প্রশাসন, হাসপাতালের কর্তৃপক্ষ এলাকার গন্যমান্য ব্যক্তিসহ মুরুব্বিদের সাথে আলোচনা করে আব্দুল হান্নান চৌধুরী বাড়ি হতে কলেজ মোড় পর্যন্ত ১২ ফুট প্রস্থ জায়গা ছেড়ে বাউন্ডারি তৈরি করে। তখন রাস্তাটি ৮নং ওয়ার্ড সাবেক মেম্বার, উপজেলা পরিষদ ও সাবেক দুই চেয়ারম্যান মাটি ভরাটসহ ইট সলিং করে রাস্তাটি নির্মাণ করে।পরে দীর্ঘদিন যাবত রাস্তাটি সংস্কার না করায় এলাকাবাসীর চলাচলের সমস্যা সৃষ্টি হলে বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি মহোদয় রাস্তাটি সংস্কার করার জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্ধ প্রদান করে। বরাদ্ধ টাকা দিয়ে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেবের নেতৃত্বে সাবেক মেম্বার মোজাম্মেল হক চৌধুরীর সার্বিক সহযোগিতায় রাস্তার সংস্কার করার উপজেলার স্কুল/ কলেজ, মাদ্রাসার ছাত্র/ছাত্র, রোগীকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে আনাসহ কুলিকুন্ডা, ফুলপুর এবং বিভিন্ন এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ. এস. খালেদ