(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের নাছিরপুর বাজারের ভেঙ্গে যাওয়া রাস্তা সংস্কারের কাজ উদ্বোধন করা হয়।
আজ ১৯ জুন শনিবার নাসিরনগর উপজেলার নাছিরপুর বাজার থেকে ব্রীজ পর্যন্ত ভেঙ্গে যাওয়া রাস্তা সংস্কারের কাজ ব্রাহ্মণবাড়িয়া -১ (সাংসদ) বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি মহোদয়ের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অরুণ ভট্টাচার্য, উপ সহকারি প্রকৌশলী মোঃ ইছাক মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন রায় চৌধুরী, নারায়ন ভট্টাচার্য, মোঃ জানু মিয়া (মেম্বার), নাছিরপুর বাজার কমিটির সদস্যগণসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ। উক্ত রাস্তাটি ভাটি এলাকাসহ বিভিন্ন ইউনিয়নের জনসাধারণ চলাচলের একমাত্র মাধ্যম ছিল। রাস্তার বিভিন্ন অংশ ভেঙ্গে যাওয়া এলাকার সর্বস্তরের জনসাধারণ চলাচলের অনেক অসুবিধা পোহাতে হয়েছে। নাসিরপুর বাজার থেকে নাছিরপুর ব্রীজ পর্যন্ত ৪ লক্ষ টাকা ব্যয়ে এডিপি প্রকল্পের মাধ্যমে রাস্তাটি সংস্কার করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান