নোমান আহমেদ স্টাফ রিপোর্টার (সিলেট)কোম্পানীগঞ্জঃসিলেট, কোম্পানীগঞ্জ উপজেলাধীন ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডের সমন্বয়ে গঠিত ঐতিয্যবাহী গ্রাম বর্ণির তরুণ প্রবাসী যারা বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদেরকে নিয়ে গঠিত মূলধারার সংগঠন বর্ণি প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে মাহে রমযানকে লক্ষ করে শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন।
১৩-০৪-২০২১ ইংরেজি, মঙ্গলবার বিকাল ০৪ঃ০০ টার সময় জামেয়া ইসলামিয়া আনোয়ারুল উলূম বর্ণি মাদ্রাসার মাঠে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের পরিচালনা করেন মোঃ নোমান আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন জামাল উদ্দিন,এনাম আহমেদ,নছির উদ্দিন।
উপস্থিত সকল অতিথি ও অসহায়দের সম্মুখে বিভিন্ন আশার ধ্বনি নিয়ে আলোচনা করেন মাওলানা আবুল হোসাইন, মাওলানা আমির উদ্দিন,রফিক উদ্দিন।
উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশে অবস্থানরত বর্ণি প্রবাসী ঐক্য পরিষদের বাস্তবায়ন কমিটির সকল সদস্য বৃন্দ সহ প্রধান নির্বাচন কমিশনার ডাঃ তমিজ উদ্দিন, প্রবীন মুরব্বি বাবুল আহমেদ, মতলিব মিয়া,নইমুদ্দিন সহ অনেক।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া