বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বাঁশের সাঁকো পার হওয়ার সময় পা পিছলে পানিতে পড়ে মারা গেছে রিয়া বেগম (৬) নামের এক শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের টিমাইগড় গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। নিহত রিয়া ওই গ্রামের আরশ আলীর মেয়ে ও স্থানীয় হাজী আরশদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক যুথিকা ভট্টাচার্য জানান, ওইদিন প্রথম শিফট ছুটির পর দুপুর ১২টায় বাড়ি ফেরার পথে বাড়ির পাশে থাকা বাঁশের সাঁকো পার হচ্ছিল রিয়া। এ সময় অসাবধানতাবশতঃ পা পিছলে পানিতে পরে ডুবে মারা যায় সে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সফিক মিয়া বলেন, অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। আল্লাহ ওই ছোট্র মামণির মা-বাবাকে ধৈর্য্য ধারণের তৌফিক দিন এবং তাকে জান্নাতবাসী করুন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: রবিন পাঠান, আবু তাহের মিসবাহ
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com