(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
জেলার নাসিরনগর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে কমিউনিটি রেজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিসারিজ এন্ড একোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক কারিগরী সহায়তা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সফর ২০২১ অনুষ্ঠিত হয়।
আজ ২৭ জুন রবিবার উপজেলা মৎস্য অফিসার কার্যালয় মৎস্য অধিদপ্তর বাংলাদেশ এবং জাতি সংঘের খাদ্য ও কৃষি সংস্থা এর আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীতে খাচায় মাছের উপর প্রশিক্ষণ মাধ্যমে অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়। অভিজ্ঞতা বিনিময় সফরের পর ব্রাহ্মণ বাড়িয়া কলেজ পাড়ায় রংগীন মাছ উৎপাদন কেন্দ্রে নাসিরনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার এর সভাপতিত্বে খাচায় মাছ চাষের উপর বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামসুদ্দিন, এনটিপি-২প্রকল্পের উপজেলা সম্প্রসারণ কর্মকর্তা মশিউর রহমান, নাসিরনগর প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী। উক্ত অভিজ্ঞতা বিনিময় সফরে নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের ২০ জন মৎস্যচাষীসহ রংগীন মাছ চাষের উৎপাদন কেন্দ্রে মৎস্য চাষীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: মো. শহিদ মিয়া