ধলঘাটায় জাইকার অর্থায়নে জরুরীভিত্তিতে আধুনিক ও টেকসই সড়ক নির্মাণর কাজ শুরু করার জন্য পরিদর্শনে এলেন এলজিইডি কতৃপক্ষ।সারা বছর যাতে মানুষ এবং হাল্কা যানবাহন নিয়ে চলাফেরা করতে পারে তার জন্য খুব দ্রুত কাজ শুরু করবেন।
সোমবার (৩১ মে) সারাদিন তার জন্য সড়ক পরিমাপ করেছেন এবং সড়কের অবস্থা দেখে যেখানে যেখানে এইচবিবি এবং তার সাথে গাইড ওয়াল দেওয়া যাবে ঠিক সেইভাবেই উন্নয়ন করার চেস্টা করবেন।সুতরিয়া বাজার অর্থাৎ খাতুর পাড়া থেকে সুতরিয়া বাজারের শেষ পর্যন্ত যাতে আর সিসি ঢালাই দিয়ে কাজ করা যায় সেটিও পরিমাপ করেছেন।
মহেশখালী উপজেলা এলজিইডি প্রকৌশলী সবুজ কুমার বলেন, জাইকার অর্থায়নে আধুনিক ও টেকসই সড়ক নির্মাণর জন্য পরিদর্শন করা হয়েছে।আগামী ডিসেম্বর মধ্যে সডকের ডিজাইন করা হবে।ডিজাইন শেষ হওয়ার পর সড়কের কাজ শুরু হবে।তিনি আরও বলেন, এর আগেও প্রকল্পের মাধ্যমে সড়কের কাজ করার কথা ছিল কিন্তু তহবিল জটিলতার কারণে তা আর করা হয়নি।তিনি জানান, বর্তমান সড়কটি মাতারবাড়ি সিএনজি স্টেশন থেকে সুতরিয়া বাজার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইয়াসের প্রভাবে জোয়ারের পানিতে বেড়িবাঁধ যেমন ভেঙেছে একইভাবে পানির স্রোতে বিলীন হয়ে পড়েছে প্রধান সড়ক।ক্রমাগত আবেদন আর এলজিইডি অফিসের সাথে যোগাযোগ করায় আজ এলজিইডি বিভাগের পক্ষ থেকে পরিদর্শনে এলেন মিশু চাকমা উপ সহকারী প্রকৌশলী,মোহাম্মদ মোঃ মোরশেদ কার্যসহকারী।তারা সকাল থেকে নাছির মোহাম্মদডেইল থেকে শুরু করে দক্ষিণ সুতরিয়া পর্যন্ত বিলীন হয়ে যাওয়া সকল সড়ক পর্যবেক্ষণ করছেন।
ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান বলেন, জরুরী ভিত্তিতে প্রধান সড়ক উন্নয়নের কাজ হয়তো শুষ্ক মৌসম থেকেই শুরু হবে।জাইকার অর্থায়নে রাস্তার দুই পাশে গাইড ওয়াল যুক্তসহ যে আধুনিক টেকসই সড়ক নির্মানের অনুমোদন হয়েছে সেটির পূর্ণাঙ্গ রূপ দেখতে হয়তো আরও ১-২ বছর সময় লাগবে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া