মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার চা-শ্রমিক নেতা বিজয় হাজরার স্ত্রী রুপবতী হাজরা হত্যা মামলার পলাতক প্রধান আসামীকে র্যাব -৯ এর অভিযানে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (৬ই আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার পারকুল চা বাগান থেকে এক গোপন সংবাদের ভিত্তিতে এ আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত ধন বাহাদুর হাজরা(৩০) শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানের মৃত হীরা লাল হাজরার ছেলে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত হুমায়ুন কবির আমাদের বলেন, র্যাব-৯ হত্যা মামলার প্রধান আসামীকে গতকাল রাতে চুনারুঘাট থেকে গ্রেফতার করে। আজ আমাদের কাছে হস্তান্তর করার পর আমরা মৌলভীবাজারে প্রেরন করেছি।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া