রবিবার, ২২ জুন ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভালোবাসায় এমসি কলেজে’র সাবেক অধ্যক্ষকে রোভার স্কাউটদের বিদায়ী সংবর্ধনাকাচের গ্লাসের পানিতে হলুদ মেশানোর কারণ কী?বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে চায় দিরাইবাসীজামালগঞ্জে খাদিজাতুল কুবরা ট্রাস্টের নগদ অর্থ সহায়তাছাতকে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ নিয়ে জটিলতার সৃষ্টি সুনামগঞ্জে মেম্বার কাপ-২৫ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মুগাইপাড় স্পোর্টিং ক্লাবগৃহবধূ রোকসানা হত্যা: দোয়ারাবাজারে ঘাতকের ফাঁসির দাবিতে মানববন্ধননতুন নেতৃত্বে শান্তিগঞ্জ কেমিস্ট সমিতি : সভাপতি নজরুল, সম্পাদক নাজমুলশান্তিগঞ্জে জয়কলস ইউনিয়ন বিএনপি’র কর্মীসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভাছাতকে বালু সিন্ডিকেটে ধাক্কা, যৌথ অভিযানে আটক ৭

সাতক্ষীরায় তালায় উন্নত আমড়ার জাত বোঁটা প্রতি তিন চার শত আমড়া।-হাওড় বার্তা

মোঃ লিটন হুসাইন
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৯২১ বার পড়া হয়েছে

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালায় একটি আমড়াগাছে এক একটি বোঁটা য় কয়েক শত আমড়া ধরেছে, এলাকার শত শত মানুষ প্রতিদিন দেখতে ভীড় জমাচ্ছে।

একজন সফল চারা ব্যাবসায়ী সাতক্ষীরা জেলার তালা উপজেলার শুভংকরকাটি গ্রামের

আকতার সরদারের বড়িতে রোপন কৃত আমড়া গাছে একি বোঁটায় শতশত আমড়া ধরেছে। এলাকার কোন লোক এটি কোন জাতের আমড়া সেটা বলতে পারছে না। প্রতিদিন শতশত মানুষ এই আমড়া দেখতে ভীড় জমাচ্ছে। নতুন আমড়ার জাত উদ্ভাবন হয়েছে বলে ধারনা করছেন অনেকেই।

চারা ব্যাবসায়ী আকতার সরদার হাওড়-বার্তা কে জানান তিনি বিভিন্ন বনজ ও ফলজ গাছের চারা বিক্রি করেন।২০২০ সালে পাইকগাছায় গদাই পুর এলাকা থেকে আমড়ার চারা ক্রয় করে বিভিন্ন হাট বাজার বিক্রি করেন। সেখান থেকে একটি আমড়া গাছে ভেঙে যায় কোন ক্রেতা মিলছিলো না।বিক্রি না করতে পেরে বাড়ির আঙিনায় রোপন করেন ভাঙ্গা গাছটি।গাছটি রোপনের একই বছরে গাছে আমড়া ধরে স্বাভাবিক ভাবেই।প্রতিটি বোঁটায় একটি, দুই টি, বা তিনটি। কিন্তু আলাদিনের চেরাগের মতো এ বছরে অলৌকিক ঘটনা ঘটে গাছটিতে প্রতিটি বোঁটায় তিন থেকে চার শত আমড়া ধরেছে কিন্তু আকারে ছোট। কোন জাতের আমড়া এটি জানেন না তিনি বলেন জানান।তিনি আরো বলেন আমার জীবনের এমন আমড়াড়া আগে কখনো দেখিনি।

অন্যের কাছে বিক্রি করা গাছে কেমন আমড়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন সেই সব গাছে স্বাভাবিক ভাবেই আমড়া হয়েছে।কিন্তু আমার এই গাছে একি কোন ধরনের আমড়া সেটি বলতে পারবোনা সবি আল্লাহ নিয়ামত।

তিনি বলেন দুই বছর বয়সী গাছে এবার ১২ থেকে ১৩ টি বোঁটায় আমড়া ধরেছে প্রতিটি বোঁটায় তিন থেকে চার শত করে আমড়া ধরেছে।

এ বিষয়ে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন ও কৃষি গবেষণা ইনস্টিটিউট সাতক্ষীরার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক ভারপ্রাপ্ত কর্মকর্তা ড, মোঃ বাবলু আক্তার হাওড়- বার্তা কে জানান এটি বারো মাসি আমড়া হতে পারে কিন্তূ এখন আমড়ার মৌসুম । মৌসুমী আমড়া এমন দেখা যাই না। আমরা সরে জামিনে দেখতে যাবো দেখে বিস্তারিত জানাবো।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২০১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656