তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার ৬নং সদর ইউনিয়নের, জেয়ালা নলতা গ্রামের মোমিন গাজী নামে এক ব্যাক্তি নামাজরত অবস্থায় মৃত্যু বরন করেন।
আজ শুক্রবার (২৭ আগস্ট) জিয়ালা নলতা বাজার মসজিদে জুম্মার নামাজ পড়তে যেয়ে মসজিদের ভিতরে মোমিন গাজী (৫৮) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে ।
তার পরিবার সূত্রে জানা গিয়াছে আনুমানিক ১২ টা দিকে প্রতিদিনের মতো মোমিন গাজী আজকে ও জুম্মার নামাজ আদায় করতে যান বাজারের মসজিদে। পরবর্তীতে কিছু সময় পর বাড়িতে সংবাদ আসে। নামাজ পড়া অবস্থায় মমিন গাজী মৃত্যুবরণ করেছেন।
মসজিদের মুসল্লি রমজান শেখ জানান আমার পাশে মমিন গাজী চার রাকাত সুন্নাত নামাজ পড়তে ছিল দুই রাকাত নামাজের পর সিজদায় যেয়ে আর উঠছে না, এই দেখে আমরা সবাই তাকে ডাক দিলাম দেখি আর নড়াচড়া করছে না। পরবর্তীতে বুঝতে পারলাম তিনি মারা গেছেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে তিনি মৃত্যুবরণ করেন, ছেলে টি মালয়েশিয়া থাকেন।
এই বিষয়ে জিয়ালা গ্ৰামের ইউ পি সদস্য মোহাম্মদ নিকারি বলেন মোমিন গাজী এক জন ভালো লোক ছিলো।আমি তার আত্মার শান্তি কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া