হাওড় বার্তা
সিয়াম সাধনা
মোহাম্মদ ছাদেক হোসাইন
মাহে রামাদ্বানে গঠন করো তাক্বওয়াপূর্ণ জীবন,
যে যেমন পার পাক-সাফ করো আপন দেহ ও মন।
.
এই রামাদ্বানে আত্মার সাথে আত্মার হোক মিলন,
ধনী-দরিদ্র অসহায় সবার সমান দিবস-যাপন।
.
তসবী-তারাবী পড়ো দিবা-রাতি করো এক খোদার ইবাদত,
সিয়াম সাধনায় করে নাও লাভ চিরসুখের ও আড়ৎ.
.
ভোররাতে করো সাহরী,সন্ধ্যায় ইফতারের আঞ্জাম,
উপবাস রও সারাদিনভর গাও যে প্রভূর গুণগান।
.
অরাতি-বন্ধু-সহোদর কারো করোনা কোনরূপ ক্ষতি,
অভীপ্সা করো প্রভূর নিকটে হয় যেন নেক-প্রাপ্তি।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: মো. শহিদ মিয়া