স্টাফ রিপোর্টারঃ
প্রাচীনতম দ্বিনীবিদ্যাপীঠ সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসা’র স্বনামধন্য উপাধ্যক্ষ পশ্চিম সিলেটের হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র শায়খুল হাদীস হযরত আল্লামা ছালিক আহমদ (৫৩) ভুরকি হুজুর’র ইন্তেকাল করেছেন।
আজ বৃহস্পতিবার ২৪ জুন সকাল। ৭.৩০ ঘটিকায় সিলেট নগরীর জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় মৃত্যু বরণ করেন, মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৫৩ বছর।
তাঁর ইন্তেকালে জাতি একজন বিজ্ঞ মুহাদ্দিসকে চিরতরে হারালো, ছাত্রগণ হারালেন তাদের প্রিয় হাদীস শরিফের শায়েখকে, দারুল কিরাত হারালো একনিষ্ঠ একজন কুরআন শরীফের খাদিমকে।
আল্লাহ মুহাদ্দিস ছাহেবকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, উনার শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে সবরে জামিল দান করুন, আমিন।
মরহুমের জানাযার নামাজ আজ বিকাল ৫ টা ৩০ মিনিটের সময় ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার মাঠে অনুষ্ঠিত হবে।
এতে সবার উপস্থিতি ও দু’আ কামনা করছি।
মাওলানা ছালিক আহমদ (৫৩) ভুরকি হুজুর সিলেটের বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের ভুরকি গ্রামের বাসিন্দা ও স্হানীয় সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ ছিলেন এবং ভুরকি গ্রামের মরহুম পীর আবুল লেইছ সাবের বড় ছেলে। দুই ভাই দুই বোনের মধ্যে সবার বড় ছিলেন তিনি।
মৃত্যুকালে স্ত্রী ও তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আব্দুল বাসিত ও মরহুমের ভাতিজা মো. আহমদুল্লাহ আল মামুন।
উল্লেখ্য: গত ২২ জুন মঙ্গলবার নিউমোনিয়ায় রোগে আক্রান্ত হয়ে মাওলানা ছালিক আহমদ ভুরকি হুজুর সিলেট নগরীর রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ. এস. খালেদ