শনিবার, ১৮ মে ২০২৪, ১২:২৫ অপরাহ্ন

অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে নৌ-পুলিশ কঠোর অবস্থানে নদী ও পরিবেশ রক্ষা করতে হবে..সিলেটের এসপি শম্পা ইয়াসমিন

হাওড় বার্তা ডেস্কঃ
  • সংবাদ প্রকাশ বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৬৭২ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

আজ বুধবার সিলেট অঞ্চলের নৌ-পুলিশ সুপার শম্পা ইয়াসমিন সুনামগঞ্জ ধুপাজান চলতি নদী পরিদর্শন করেছেন। শম্পা ইয়াসমিন বলেছেন যাদু কাটা ও ধুপাজাপন চলতি নদীতে যে কোন ভাবে অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধ করতে হবে। তিনি বলেন জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, জেলাও উপজেলা পরিষদ এবং নৌ-পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের নদীকে রক্ষা করতে হবে নদীর পরিবেশ রক্ষা করতে হবে। তিনি আরও বলেন ধুপাজান নদীতে বালু ও পাথর উত্তোলন কারীরা তাদের অবৈধ ক্ষমতা প্রয়োগ করছে। হাইকোর্ট এর নিষেধাজ্ঞা থাকায় বার বার প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করা হলেও এসব নিষেধাজ্ঞা মানছেনা অবৈধ বালু ও পাথর উত্তোলন কারীরা। ড্রেজার ও বোমা মেশিন দিয়ে নদীর পাড়থেকে বালু উত্তোলন করে নিয়ে যাওয়া হয়। জানা যায় নৌ-পুলিশ চলতি মাসে বেশ কয়েকটি সফল অভিযান পরিচালনা করে বালু ভর্তি ২১টি বাল্গহেড/বলগেট নৌকাসহ ২৭জন আসামীকে আটক করেন এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৬লক্ষ টাকা জরিমানা আদায় করেন। ২৮এপ্রিল সুনামগঞ্জ ধুপাজান চলতি নদী পরিদর্শন কালে সিলেট অঞ্চলের নৌ-পুলিশ সুপার শম্পা ইয়াসমিন তিনি সাংবাদিকদের সাথে এসব কথা বলেন এবং ধুপাজান চলতি নদী পরিদর্শন করেন তিনি। শম্পা ইয়াসমিন বলেছেন অবৈধ বালু ও পাথর বন্ধে নৌ-পুলিশ কঠোর অবস্থানে রয়েছ…

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281