রবিবার, ১৯ মে ২০২৪, ১২:২০ অপরাহ্ন

তাহিরপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা!

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৪ বার পড়া হয়েছে

হাওড় বার্তা 

বিশেষ প্রতিনিধি:: সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সাতটি ইউনিয়নে আ,লীগ মনোনিত নৌকা প্রতীক ভরাডুবি। তবে সাতটি ইউনিয়নের মধ্যে আ,লীগের বিদ্রোহী ৪ প্রার্থী এবং বিএনপি সমর্থীত স্বতন্ত্র ৩ বিজয়ী হয়েছে।

সোমবার(৭ ফেব্রুয়ারী) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়।

তাহিরপুর সদর ইউনিয়নে ঘোড়া প্রতিক নিয়ে বিএনপি নেতা মোঃ জুনাব আলী বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৩১৩৬ ভোট। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বোরহান উদ্দিন(চশমা) ৩০৭৬, আতিকুর রহমান (মটরসাইকেল) ২৩০০, মোতাহার হোসেন আখঞ্জি শামীম (নৌকা)১৯০৩ভোট, হোসাইন শরীফ বিপ্লব(আনারস) ১২৭ভোট, বাচ্ছু মিয়া (অটো রিক্সা) ৬০ ভোট। বাদাঘাট ইউনিয়নের আ,লীগ বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন ঘোড়া প্রতিকে ১১৫০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আফতাব উদ্দিন ১১১৬০, সুজাত মিয়া(নৌকা) ৪৫৬ ভোট, বোরহান উদ্দিন ২০৩, গোলাম রব্বানী (মটর সাইকেল) ৬৯,এম সালমান আহমদ সুজন (হাতপাকা)৫৫, সোহাগ (চশমা) ১১ভোট।

উত্তর বড়দল ইউনিয়নে ঘোড়া প্রতিকে আ,লীগ বিদ্রোহী প্রার্থী মাসুক মিয়া ৭৭৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কাশেম(চশমা) ৪৭৪০, জামাল উদ্দিন(নৌকা) ৫৯২৪, রুহুল আমিন(আনারস) ২৩৭ভোট পেয়েছেন।

বালিজুরী ইউনিয়নে আ,লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতিকে ৬১৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আজাদ হোসাইন।

তার নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতাউর রহমান (নৌকা) ৪৪০১ভোট পেয়েছেন।

উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপি নেতা চশমা প্রতিক নিয়ে আলী হায়দার ৬৮৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী আ,লীগের( নৌকা)মনোনিত প্রার্থী আবুল খায়ের ৬২০৭ আ,লীগ বিদ্রোহী সালেহ আহমেদ সবুজ(আনারস) ৪৯৯৩ ভোট পেয়েছেন।

দক্ষিণ বড়দল ইউনিয়ন আ,লীগ বিদ্রোহী প্রার্থী হাজী ইউনুছ আলী মোটর সাইকেল প্রতিকে ৫২৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা সবুজ আলম ২৪১৪, আবুল কালাম আজাদ ১৬০২ ভোট পেয়েছেন।

দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে বিএনপি নেতা ঢোল প্রতিকে আলী আহমদ মোরাদ ৩০৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহসিন রেজা মানিক(আনারস) ২২৯৮, আ,লীগের নৌকা মনোনিত প্রার্থী বিশ্বজিৎ সরকার ১৮৩৭ ভোট পেয়েছেন।

তাহিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হক রাতে বেসরকারি ভাবে নির্বাচিত বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281