শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:২১ অপরাহ্ন

দোয়ারাবাজারে বিভিন্ন বাঁধ পরিদর্শনে ইউএনও।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :: বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির কারণে হাওরের পানি বাড়তে থাকায় ফসল রক্ষা বাঁধ টিকিয়ে রাখতে ব্যস্ত সময় পার করছেন পাউবো, প্রশাসন ও পিআইসি কমিটির লোকজন। তাদের সাথে সামিল হয়েছেন গ্রামবাসীরা। দিনরাত বাঁধে সময় দিচ্ছেন তাঁরা।

সোমবার বিকাল চারটায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন হাওর পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি দেবাংশু কুমার সিংহ। এসময় তিনি দোয়ারাবাজার সদর ইউনিয়নের নান্দাইর হাওর ও সুরমা ইউনিয়নের ভুজনার হাওরের বিভিন্ন পিআইসি বাধ ও ক্লোজার সরজমিনে পরিদর্শন করেন। নাইন্দার হাওরের বাধের একটি অংশ পানির ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হলে তাৎক্ষণিক ভাবে শ্রমিক ও গ্রামবাসীর সহায়তায় প্রশাসনের উপস্থিতিতে মেরামত করানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও পাউবোর উপসহকারী প্রকৌশলী আবু সায়েম শফিউল ইসলাম, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর, ১৩ নং পিআইসির সভাপতি মাসুক মিয়া, নুরুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281