শনিবার, ১৮ মে ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন

বিশ্বনাথে আইন শৃংখলা কমিটির সভায় ভ্রাম্যমান অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত।

মো: আবুল কাশেম
  • সংবাদ প্রকাশ সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ১১৯ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে সোমবার (১১ এপ্রিল) সকালে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখতে ও অবৈধ যানবাহনের চলাচল বন্ধ করতে ভ্রাম্যমান অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়। খাজাঞ্চী-মাকুন্দা নদী পুনঃখননে ব্যাপক অনিয়ন ও দূর্নীতির অভিযোগের বিষয়টি গূরুত্ব সহকারে তদন্ত সাপেক্ষে দেখার এবং মেয়াদ উত্তীর্ণ বিশ্বনাথ নতুন ও পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের মাধ্যমে বণিক সমিতিকে গতিশীল করার জোর দাবী উঠে সভায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আসমা জাহান সরকার, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, ইসলামী ফাউন্ডেশনের এফএস জামাল উদ্দিন, সাংবাদিক কামাল মুন্না, নবীন সোহেল।

সভায় বক্তারা বিশেষ করে রমজান মাসে বাজার মনিটরিং, দোকানগুলোতে সকল পণ্যের মূল্য তালিকা প্রদর্শনপূর্বক পণ্য বিক্রির পরিবেশ সৃষ্টিতে প্রশাসনের পাশাপাশি জনসাধারণকে সচেতন হওয়ার, বিদ্যুতের লোডশেডিং বৃদ্ধি, আশ্রয়ন প্রকল্পে বসবাসের ক্ষেত্রে সেবা গ্রহিতাদের অনিহা, পৌর শহরে কিশোর অপরাধ, অপরিকল্পিত স্ট্যান্ড স্থাপন করে সৃষ্ট যানজট দূর করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোরদাবী জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম ছাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, আনসার-ভিডিপি কর্মকর্তা আমির হোসেন, বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নোমান আহমদ, সমাজসেবা অফিস সহকারী শামীম আহমদ প্রমূখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281