শনিবার, ১৮ মে ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন

বিশ্বনাথে গুঁড়া মরিচ’ ছিটানোর সেই মামলা এখন সিআইডিতে

মোঃ আবুল কাশেম
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৮ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

সিলেটের বিশ্বনাথে চানপুর গ্রামে প্রতিপক্ষকে ঘায়েল করতে চোখে ‘গুঁড়া মরিচ’ ছিটানোর সেই মামলা এখন সিআইডিতে।

আদালতের নির্দেশে আগামী রোববার সিলেটের সিআইডি পুলিশের উপ পরিদর্শক রিপন কুমার দে ওই মামলা তদন্তের দায়িত্ব গ্রহণ করবেন।

এর আগে গত (১৮ আগস্ট) শুনানি শেষে পুনরায় তদন্তের জন্য মামলাটি সিআইডিতে স্থানান্তরের নির্দেশ দেন সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩ নম্বর আমলি আদালতের বিচারক হারুন-উর রশীদ।

গত (২৮ ফেব্রুয়ারি) তৎকালীন এসআই ফজলুল হক আসামি রোকেয়া বেগম, আফিয়া বেগম ও রেজিয়া বেগমকে বাদ দিয়ে আদালতে চার্জশিট দাখিল করেন। গত (২৪ জুন) মামলার বাদী ওই আদালতে নারাজি দেন।

এদিকে, গত বছরের (১৬ আগস্ট) লুডু খেলাকে কেন্দ্র করে চানপুর গ্রামে মনোফর আলী ও তার চাচাতো ভাই মাহমদ আলী পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

এর দেড় মাস পর গত( ৩০ সেপ্টেম্বর) মাহমদ আলী পক্ষ মনোফর আলী পক্ষের ওপর হামলা চালায়। এতে স্ত্রী, তিন ছেলেসহ গুরুতর আহত হন মনোফর আলী।

এ সময় মনোফর আলীর চোখে গুঁড়া মরিচ ছিটিয়ে চোখ নষ্ট করার চেষ্টা করা হয়- এমন অভিযোগ এনে মনোফর আলী বিশ্বনাথ থানায় মামলা করেন।

ওই মামলায় চাচাতো ভাই মাহমদ আলী, তার স্ত্রী রোকেয়া বেগম, বড় ভাই ছনুফর আলী, বোন আফিয়া বেগম, রেজিয়া বেগম, ছনুফরের ছেলে রায়হান আলী, ভাতিজা ইমরান আলী, ভাগ্নে সুমন আহমদ, শিপন আহমদ ও রোকন আলীকে আসামি করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281