মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

বিশ্বনাথে নির্বাচনী হাওয়া : সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ,হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৬৯ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : দেশজুড়ে শুরু হয়েছে নির্বাচনী ডামাঢোল। এরই অংশ হিসেবে নির্বাচনী হাওয়ার পাল উঠেছে সিলেটের বিশ্বনাথ উপজেলায়।

গত ১৮ ডিসেম্বর (শনিবার) নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী ষষ্ঠ ধাপে আগামী ৩১ জানুয়ারী অনুষ্ঠিত হবে উপজেলার লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের নির্বাচন। তফসিল ঘোষণার পর সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা জনগণ ও রাজনৈতিক নেতাদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছেন।

নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী প্রার্থীদেরকে ৩ জানুয়ারীর মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিতে হবে। এরপর ৬ জানুয়ারী মনোয়নপত্র বাছাই করা হবে, ১৩ জানুয়ারী প্রার্থীতা প্রত্যাহার ও ১৪ জানুয়ারী বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ করা হবে। আর সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৩১ জানুয়ারী ভোট গ্রহন শেষে চেয়ারম্যান-মেম্বার ও মহিলা মেম্বার নির্বাচিত হবেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতিকে বিএনপির প্রার্থীরা নির্বাচনে অংশ না নেওয়ার কারণে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যেই হবে নির্বাচনী যুদ্ধ।

এদিকে এ দুটি ইউনিয়নে নৌকা প্রতিক পাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে চলছে তীব্র লবিং। নৌকার কান্ডারী হতে ওয়ার্ড থেকে শুরু করে জেলা ও কেন্দ্রে চলছে তদবির।

স্বতন্ত্রের ব্যানারে বিএনপি-জামায়াতের প্রার্থীরাও জনসাধারণের দৃষ্টি ঘোচরে আসতে চালিয়ে যাচ্ছেন জোর তৎপরতা। বসে নেই জাতীয় পার্টির প্রার্থীরা।

চেয়ারম্যান-মেম্বার-মহিলা মেম্বার পদের সম্ভাব্য প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে না পারলেও নিজেদের এলাকাতে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠান, খেলাধুলা, সামাজিক আচার অনুষ্ঠানে অনুদান দিয়ে জনগণের কাছাকাছি থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এলাকার জনগণ ও ভোটারদের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করে নিরবেই নিজেদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা।

লামাকাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার কান্ডারী হওয়ার দৌঁড়ে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক প্রভাষক জহুরুল হোসেন জহির, সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদ শাহনুর হোসাইন, লামাকাজী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও পরিষদের বর্তমান মেম্বার ফয়ছল আহমদ।

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতার দৌড়ে আছেন লাঙ্গল প্রতিক প্রত্যাশী উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক একেএম দুলাল এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া।

খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার কান্ডারী হওয়ার দৌঁড়ে রয়েছেন খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিগত নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতাকারী শংকর চন্দ্র ধর, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক মুজিবুর রহমান সুইট, বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার জেদ্দার সভাপতি আরশ আলী গণি।

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতার দৌড়ে আছেন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সদস্য তালুকদার গিয়াস উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক কয়েছ মিয়া, সাবেক শিবির নেতা ও যুক্তরাজ্য প্রবাসী জামাল উদ্দিন রেজা।

এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশনা অনুয়ারী জেলা আওয়ামী লীগের পরামর্শ অনুযায়ী উপজেলার লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই দুই ইউনিয়নের তৃণমূলের নেতাকর্মীদের মতামতে নৌকার কান্ডারী বাচাইয়ের জন্য মঙ্গলবার (২১ ডিসেম্বর) ‘মতামত গ্রহন অনুষ্ঠান’ অনুষ্ঠিত হবে।

লামাকাজী বাজারের আল-নূর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতামত গ্রহন অনুষ্ঠানে উপজেলার লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সকল ওয়ার্ড-ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকদের পাশাপাশি ওই দুই ইউনিয়নের সাংগঠনিক টিমের সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার আহবান করেছেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক ফারুক আহমদ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281