রবিবার, ১৯ মে ২০২৪, ০১:১৪ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর) আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বি এন পি থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করলেন- এডঃ কামরুজ্জামান মামুন

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
  • সংবাদ প্রকাশ শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৬৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া -১ নাসিরনগর নির্বাচন এলাকা থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র দলীয় এম পি পদে মনোনয়ন প্রত্যাশী এ,কে, এম, কামরুজ্জামান মামুন সাংবাদিকদের সাথে মতবিনিময়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন।
শুক্রবার ১৪ জুলাই ২০২৩ নাসিরনগর প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এড: কামরুজ্জামান মামুন বলেন, আওয়ামীলীগ আবারও একদলীয় পাতানো নির্বাচন করার পায়তারা করছে। আওয়ামী দুঃশাসন থেকে দেশকে রক্ষা করা এবং একটি গ্রহণযোগ্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশনায়ক তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের লক্ষে বিএনপি দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম করে আসছে। এই আন্দোলনে শত শত নেতাকর্মী খুন গুম হয়েছে।হাজার হাজার নেতাকর্মী জেলে আছে এবং লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে গায়েবী ও মিথ্যা মামলা চলছে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায়ের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে জনগণের আন্দোলন সংগ্রাম চলমান আছে। আমি ১৯৯১ সালে প্রথমে বিএনপির মনোনয়ন প্রাপ্ত হই। পরবর্তীতে উপজেলা বিএনপি র আহবায়কের দ্বাযিত্বে থাকা কালীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে জাতীয় পার্টির এমপি সৈয়দ মোর্শেদ কামালসহ হাজার হাজার নেতাকর্মী বিএনপি তে যোগদান করেছেন এবং সাধারণ সম্পাদক থাকা অবস্থায় এসএকে একরামুজ্জামান সুখন বিএনপিতে যোগদানে সমর্থন করায় দল আজ বৃহৎ সংগঠনে পরিণত হয়েছে। বিএনপি সৃষ্টি হওয়ার পর থেকে এই আসনে বিএনপির এমপি হতে পারে নাই। আগামী দিনে একদফা আন্দোলন ওআসন্ন সংসদ নির্বাচনে দল-মত এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বাত্মক সহযোগিতা কামনা করে আনুষ্ঠানিকভাবে বিএনপি থেকে দলীয় এমপি পদে প্রার্থীতা ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন, নাসিরনগর প্রেস ক্লাবের সভাপতি /সাধারণ সম্পাদক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ উপজেলা যুবদলের আহবায়ক মীর মোস্তফা জালাল, জেলা কৃষক দলের সদস্য মোঃ মিন্টু মিয়া,যুবদলের সদস্য জুয়েল রানা,উপজেলা কৃষকদের সদস্য সচিব শাহ আলন পাঠান,
ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম মঈন, ছাত্রদলের মোঃ ছানাউল হক, মোঃ নাঈম মিয়া, হুমায়ুন কবির ভূইয়া, মোঃ হাফিজ, ইমতিয়াক আহমেদ তপু প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281