শনিবার, ১৮ মে ২০২৪, ০৬:০২ অপরাহ্ন

সব কিছুর মূল কারিগর হচ্ছে জনগণ- পরিকল্পনামন্ত্রী

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সব কিছুর মূল কারিগর হচ্ছে জনগণ, কৃষক, মজুর। তারা মূল নায়ক আর সকল কিছুর প্রধান নেতা হলেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। সব কিছুর জন্য একটা নেতৃত্ব দরকার আর সেই নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী।

আমাদের নিশ্চয় মনে আছে কেউ দেখেছি কেউ আবার ইতিহাস পড়ে জেনেছি বঙ্গবন্ধু কিভাবে যুদ্ব বিধ্বস্ত দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করেছেন। এখন তারই মেয়ে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের দারিদ্রতার কলঙ্ক, গরিবী কলঙ্ক, হাত পাতার কলঙ্ক, বিদেশী পচাঁ গম খাওয়ার কলঙ্ক সব কিছু মুছে গেছে। দেশ সমৃদ্ব হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জ শহরের মল্লিকপুরে জনতা চক্ষু হাসপাতাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এ সব কথা বলেছেএসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, পুলিশ সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন ডা.আহম্মদ হোসেন, জেলা আ.লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খাইরুল হুদা চপল প্রমুখ।

জনতা চক্ষু হাসপাতালের পরিচালকরা জানান, সুনামগঞ্জ উন্নত মানের চুক্ষু সেবা প্রদান করার লক্ষ্যে এই জনতা চক্ষু হাসপাতালের যাত্রা শুরু। আমরা আশা করছি সুনামগঞ্জের মধ্যে আমরা সবচেয়ে বেশি উন্নত সেবা প্রদান করতে পারব।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281