সোমবার, ২০ মে ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

সিলেটের ১১ উপজেলায় ভোটগ্রহণ শেষ চলছে গণনা।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ৮ মে, ২০২৪
  • ২০ বার পড়া হয়েছে

কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা মোটামোটি শান্তিপূর্ণভাবেই ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সিলেট বিভাগের ১১টি উপজেলায় ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহন চলে টানা বিকেল ৪টা পর্যন্ত।

বুধবার বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর প্রতিটি কেন্দ্রে ভোটের ফলাফল গননা করতে শুরু করেছেন নির্বাচনী কর্মকর্তারা।

প্রথম ধাপের নির্বাচনে সিলেট বিভাগের ১১টি উপজেলায় ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। উপজেলাগুলো হচ্ছে- সিলেট জেলার সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ, সুনামগঞ্জের দিরাই ও শাল্লা, মৌলভীবাজারের জুড়ি, কুলাউড়া ও বড়লেখা এবং হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও বানিয়াচং।

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় একটি ভোটকেন্দ্র দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ভোটের আগের রাতে প্রার্থী পক্ষে টাকা বিলি করার সময় সহকারী প্রিজাইর্ডি কর্মকর্তা সহ ৪ জনকে আটক করা হয়েছে।

সিলেট সদর উপজেলার দলদলি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোটের অভিযোগে কেন্দ্রর ভোটগ্রহন স্থগিত রাখা হয়েছে। এছাড়াও দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং মোগলাবাজার এলাতার রেবতি মোহন সরকারী দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাঁধা দেয়ার খবর পাওয়া গেছে।

এছাড়াও বেশ কয়েকটি উপজেলায় প্রার্থীরা ভোট কেন্দ্র থেকে নিজেদের এজেন্ট বের করে দেয়া সহ জাল ভোটের অভিযোগ করেছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281