শনিবার, ১৮ মে ২০২৪, ০৯:০৩ অপরাহ্ন

সুনামগঞ্জ সদরে নাশকতার কারনে ৮০ জনের উপর মামলা।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৩৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি :আগামী দাদ্বশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে না দেয়ায় দলগুলো রাজপথে বিভিন্ন ধরনের কর্মসুচি পালন করে যাচ্ছে।

এমতাবস্তায় গত ১৫/০৪/২০২২ ইং রোজ শুক্রবার বিএনপি ও জামায়াতে ইসলামী যৌথ সমন্নয়ে এক জনসভার আয়োজন করা হয়

উক্ত জনসভা কে কেন্দ্র করে সুনামগঞ্জ সদর থানার এস আই রনেশ চন্দ্র বাদী হয়ে নাশকতা, জালাও পোরাও,১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের দ্রুত বিচার এর ধারায় ১০ জনের নাম উল্লেখ করে অগ্গাত ৮০ জনকে দিয়ে একটি মামলা দায়ের করেন।

 

উল্লেখিত মামলায় প্রকাশ থাকা ১০ জনের পরিচয় হলো (১)কলিম উদ্দিন আহমেদ মিলন (৫৫)পিতাঃ রবিউল আওয়াল সাং বাঘ বাড়ি, ছাতক, সুনামগঞ্জ (২)মমতাজুল হাসান আবেদ (৫০)পিতাঃ সুজাত মিয়া সাং ষোলোঘর, সদর, সুনামগঞ্জ (৩)রামিম আহমেদ (২০) পিতাঃ হাবিবুর রহমান সাং আক্তাপাড়া,(৪) তোফায়েল আহমেদ খান (৬০) পিতাঃমৃত আব্দুর রহমান সাং,বাদীপুর, সদর,সুনামগঞ্জ (৫)নুরুল ইসলাম নুরুল(৬০) পিতাঃআব্দুর রইস সাং,আলফিন নগর, সদর,সুনামগঞ্জ শান্তিগন্জ,সুনামগঞ্জ,(৬)ফজলুর রহমান (৪৬)পিতা আব্দুল গনি ( ৭)মনির হোসেন পিতাঃফজলুর রহমান (৮)রমজান আলী (৬৬) পিতাঃ আব্দুল গনি সর্ব সাং খুদিরাই সর্ব থানা শান্তিগন্জ, সুনামগঞ্জ (৯) শাহজাহান মিয়া(৪৫) পিতাঃ রজব আলী (১০) ইকবাল আহমেদ(৫৫) পিতঃ ফজলুর রহমান সাংঃ খুদিরাই,শান্তিগন্জ সুনামগঞ্জ।

অত্র মামলাটি নিশ্চিত করতে শান্তিগন্জ উপজেলা শিবির সভাপতি রামিম আহমেদের সাক্ষাৎ কালে তিনি বলেন আমরা দেশে কোনো জালাও পোরাও করছিনা, আমরা এই দেশের মানুষের ভোটের অধিকার আদায় করতে মানুষের এবং এদেশকে সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশকে উন্নয়নশীল দেশে হিসেবে রুপান্তরিত করতে আমরা বিভিন্ন ধরনের কর্মসুচি সুন্দর ভাবে পালন করে আসছি, কিন্তু আওয়ামী লীগ সরকার শান্ত সুষ্ঠু কর্মসুচি থেকে আমাদের কর্মি দের ধরে নিয়ে মামলা দিচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281