রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:১৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জ -১ আসনে আ.লীগের মনোনয়ন কিনলেন নুরুল হাসান পারভেজ

ইফতিয়াজ সুমন : সুনামগঞ্জ প্রতিনিধি:
  • সংবাদ প্রকাশ রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৯২ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ – ১ ধর্মপাশা-তাহিপুর- জামালগঞ্জ-মধ্যনগর আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন,মিশিগান মহানগর আওয়ামীলীগ যুক্তরাষ্ট্র এর দপ্তর সম্পাদক ও সুনামগঞ্জ জেলা এসোসিয়েশান অব মিশিগান যুক্তরাষ্ট্রের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: নুরুল হাসান পারভেজ।

শনিবার (১৮ নভেম্বর) দুপুর ১ টা ৩০ মিনিটে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়
থেকে তিনি নিজের মনোনয়ন ফরম কিনেছেন। এসময় মো: নুরুল হাসান পারভেজ গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের সহযোগী হতে চাই। সুনামগঞ্জ – ১ ধর্মপাশা-তাহিপুর-জামালগঞ্জ-মধ্যনগর আসনকে জেলার মধ্যে মডেল স্মার্ট আসন হিসেবে উপহার দিতে চাই। আওয়ামীলীগের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করে আজীবন শেখ হাসিনার একজন সৈনিক হিসেবে সুনামগঞ্জ -১ আসনকে আওয়ামী লীগের ঘাটি হিসেবে তৈরি করতে এবং কাজ করে যাচ্ছি বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিরোধে জনগণের-জান মালের নিরাপত্তা দিয়ে আসছি। আমি বিশ্বাস করি দলের প্রতি আমার অবদানের কথা বিবেচনায় নিয়ে তিনি আমাকে মনোনয়ন দেবেন। নুরুল হাসান পারভেজ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকায় সাধারণ মানুষ আজ নানা সুযোগ-সুবিধা পাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের সহযোগী হতে চাই আমি। সুনামগঞ্জ -১ আসনকে স্মার্ট আসন হিসেবে গড়ে তুলতে চাই আমি। দেশের উন্নয়ন হচ্ছে এবং আরও হবে। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকারের মনোনীত নৌকার প্রার্থীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। জনগণের ভাগ্য পরিবর্তন করে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে শেখ হাসিনার অগ্রণী ভূমিকা আছে। আর বর্তমান দেশের উন্নয়নের গতিশীলতা জনগণের কাছে দৃশ্যমান। তাই দেশের উন্নয়নে অব্যাহতি রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হলে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281