শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:১২ অপরাহ্ন

সেন্টমার্টিনে প্লাস্টিক বর্জ্যে দৃষ্টিনন্দন মাছ ভাস্কর্য

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ১০৭ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরের মধ্যে প্রায় ৮ বর্গকিলোমিটার আয়তনের প্রবালদ্বীপ সেন্টমার্টিন। এই দ্বীপের উত্তর-পশ্চিম কোনার নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন একটি মাছের ভাস্কয। সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে গিয়ে পযটকেরা বালুচরে যে সমস্ত প্লাস্টিক বোতল, টিনের কৌটা, চিপসের প্যাকেট, পলিথিন ফেলে দেন-সেসব বর্জ্য কুড়িয়ে তৈরি হয়েছে মাছের ভাস্কযটি। ভাস্কযটি তৈরির উদ্দেশ্য হলো-সৈকত কিংবা বঙ্গোপসাগরের কোথাও যেন প্লাস্টিক বোতলসহ আবর্জনা ফেলা না হয়। জীববৈচিত্র সংরক্ষণ এবং রক্ষায় যেন মানুষজন আন্তরিক হন। ভাস্কযটি তৈরির উদ্যোক্তা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মেরিন বায়োলজিস্ট ডক্টর কাজী আহসান হাবীব।

প্রতিদিন অন্তত এক হাজার পযটক মাছের ভাস্কযটি দেখছেন। মাছের সাথে মুঠোফোনের তুলছেন নিজের ছবি। কেউ কেউ ধারণ করছেন ভিডিওচিত্র। মুহুর্তে সেই ছবি ও ভিডিও আপলোড হচ্ছে সামাজিক যোগাযোগের নানা মাধ্যমে। আমি বাদ যাব কোন দুঃখে ?

আসুন-সেন্ট মার্টিনকে বাঁচিয়ে রাখি, পরিবেশ বাঁচাই, জীববৈচিত্র সংরক্ষণ করি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281