রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:০৯ পূর্বাহ্ন

হিউম্যাইন ফার্স্ট মুভমেন্ট এর বন্যা পূনর্বাসন উদ্যোগ।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান: বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহীনকে ঘর তৈরি করে দেওয়ার প্রকল্প হিউম্যাইন ফার্স্ট মুভমেন্ট এর বন্যা পূনর্বাসন উদ্যোগ এর প্রথম ঘর হস্তান্তর সম্পন্ন হয়েছে।

গতকাল শনিবার ২৪ ডিসেম্বর সিলেট গোয়াইনঘাট উপজেলার লেংগুড়ায় হাফেজ মোহাম্মদ ইব্রাহিম এর কাছে এই ঘর হস্তান্তর করা হয়।

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে সিলেট। মধ্য জুনে আঘাত হানা সেই দীর্ঘায়িত বন্যায় বিভিন্ন জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি।

বন্যা শেষ হয়ে গেলেও পানিতে ঘর ভেসে যাওয়া, ক্ষতিগ্রস্ত সর্বস্ব হারানো মানুষদের নিজ ভিটায় উঠা ছিল একেবারেই অনিশ্চিত। তারই প্রেক্ষাপটে

কিছু মানুষকে ঘর নির্মাণ করে দেওয়ার এমন উদ্যোগ বলে জানিয়েছেন সংগঠন পরিচালক অজন্তা দেব রায়।

বন্যা পূনর্বাসন উদোগের অর্থায়ন করেছেন সদস্য গোলাম কিবরিয়া। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের করুণ অবস্থা আমাদের ব্যথিত করেছে। তাই কিছু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের এই প্রচেষ্টা।

সংগঠন এর গোয়ানঘাট টিমের মোহাম্মদ নুরুল হুদা খসরুর পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠন এর সদস্য মাহবুবর রহমান খান, কে বি প্রদীপ দাশ, সুমন্ত গুপ্ত, নকুল সুত্রধর, শামীম আহমদ, শ্যামল দেব, নাদীম আহমেদ, প্রভাকর বিশ্বাস, কাউসার আহমেদ, মিন্টু সুত্রধর, শ্রীকান্ত দাশ, নিজাম উদ্দিন, সাগর দাশ, দেবাশীষ দাশ প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281